Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামী ২২/০৯/২০১৪ইং তারিখে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সকাল ১১.০০ ঘটিকায় এবং মাসিক সাধারণ সভা দুপুর ১২.০০ ঘটিকায় ।
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ফুলপুর, ময়মনসিংহ।

 

 

স্মারক নং- উনিঅ/ফুল/প্রশাঃসং/২০১৪- ৩৬০/১                                  তারিখঃ ১১/০৬/২০১৪খ্রিঃ।

 

 

‘‘সভার নোটিশ’’

 

 

ফুলপুর উপজেলাধীন আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণকে জানানো যাচ্ছে যে, আগামী ২২/০৬/২০১৪খ্রিঃ তারিখ রোজ- রবিবার বেলা- ১১.০০ ঘটিকায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হবে। 

 

সম্মানিত সদস্যগণকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।

 

    সভার আলোচ্য সূচীঃ

 

১। গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

২। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা।

৩। বিবিধ।

স্বাঃ/-

 

(এ,এস,এম ফেরদৌস)

 

উপজেলা নির্বাহী অফিসার

 

ফুলপুর, ময়মনসিংহ।

 

ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫।

 

স্মারক নং- উনিঅ/ফুল/প্রশাঃসং/২০১৪- ৩৬০/১/১(১০০)                        তারিখঃ ১১/০৬/২০১৪খ্রিঃ।

 

    অনুলিপি সদয় অবগতির জন্যঃ

১। জনাব শরীফ আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য-১৪৭, ময়মনসিংহ-২।

২। জেলা প্রশাসক, ময়মনসিংহ।

৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।

৪। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।

৫। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।

    অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ

৬। সহকারী কমিশনার(ভূমি), ফুলপুর, ময়মনসিংহ।

৭। উপজেলা ..................................... অফিসার, ফুলপুর, ময়মনসিংহ।

৮। অফিসার-ইন-চার্জ, ফুলপুর থানা, ফুলপুর, ময়মনসিংহ।

০৯। চেয়ারম্যান, ........................................ ইউপি, ফুলপুর, ময়মনসিংহ।

১০। জনাব ..................... ........................ ফুলপুর, ময়মনসিংহ।

১১। অফিস কপি।

 

                                                                                                                                                                                                                        স্বাঃ/-

 

 

(এ,এস,এম ফেরদৌস)

 

উপজেলা নির্বাহী অফিসার

 

ফুলপুর, ময়মনসিংহ।

 

ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫।

Attachments