Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ফুলপুর উপজেলা পরিষদের ফেব্রম্নয়ারি/২০১৮ মাসের মাসিক সভার কার্যবিবরণী:

 

সভাপতি   :  জনাব আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ

                চেয়ারম্যান, উপজেলা পরিষদ

                ফুলপুর, ময়মনসিংহ

সভার স্থান :  উপজেলা পরিষদ মিলনায়তন

তারিখ     :  ২৮.০২.২০১৮ খ্রি. 

সময়       :  বেলা ১১:০০ টা.

            সভার প্রারম্ভে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। অত:পর সভাপতি সভা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুরকে অনুরোধ জানান। তিনি আলোচ্য সূচি অনুযায়ী সভা পরিচালনা করেন। সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যদের তালিকা পরিশিষ্ট  ‘ক’ তে উলেস্নখ করা হলো।

      ০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন : বিগত সভার কার্যবিবরণী অদ্যকার সভায় পাঠ করা হয় এবং সংশোধনী না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়। 

 

স্ব স্ব বিভাগের প্রধানগণ কমিটির ফাইল প্রস্ত্তত করে মিটিং করার বিষয়টি নিশ্চিত করবেন মর্মে সিদ্ধামত্ম গৃহীত হয়। এ বিষয়ে স্ব স্ব কমিটির সদস্য সচিবগণের দৃষ্টি আকর্ষন করা হয়।

বিবিধ আলোচনা

ক্র:নং

বিবরণ

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

৩.১

উপজেলা মৎস্য বিভাগ : উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সভায় জানান যে, ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিং, পাভু, গোলসা মাছের বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। চাষী পর্যায়ে সরেজমিনে দেখা যায় শিং ও গোলসা মাছ বিভিন্ন রোগে আক্রামত্ম হয়ে মরে যাচ্ছে। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনামেত্ম ০২(দুই)টি ইউনিয়নে প্রশিÿণ প্রদানের বিষয়ে গুরম্নত্ব আরোপ করেন।

৭নং রহিমগঞ্জ ও ৯নং বালিয়া ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে দুইটি প্রশিÿণ শিং ও গোলসা মাছের রোগপ্রতিকার বিষয়ে সেমিনার করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা

ফুলপুর, ময়মনসিংহ

৩.২

হাসপাতালে দালাল চক্র : উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা        জনাব ডা: পরিমল কুমার পাল জানান যে, বর্তমানে হাসপাতালের চিকিৎসার সার্বিক অবস্থা ভাল। হাসপাতালে রবিবার ও বুধবার রোগীর চাপ বৃদ্ধিপায়। এ সময় কিন্তু এক শ্রেণীর দালাল চক্র হাসপাতালে অবস্থান করে রোগিদের বিভ্রামিত্মর সৃষ্টি করছে। রোগি হাসপাতালে আসার সাথে সাথে বিভিন্ন অজুহাতে তাদেরকে বাহিরে অন্যান্য প্রতিষ্ঠানে চিকিৎসা নেয়ার পরামর্শ প্রদান করছে।  এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করেন এবং দালাল চক্রকে হাসপাতাল থেকে বিতারিত করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। তাছাড়াও হাসপাতালের চুনকাম সহ রিপিয়ারিং কাজ করার জন্য গুরম্নত্ব আরোপ করেন।   

০১। হাসপাতালে দালাল চক্রকে উচ্ছেদ করতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধামত্ম গৃহীত হয়।

০২। হাসপাতালের জরম্নরী চুনকাম ও মেরামত/সংস্কার কাজ করার জন্য সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ

৩.৩

মহিলা বিষয়ক অধিদপ্তর : জনাব নাজনীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ সভায় জানান যে, নতুন করে প্রত্যেক ইউনিয়নে ২০টি করে মাতৃত্বভাতার কাড বরাদ্দ পাওয়া যায়। উক্ত বরাদ্দপত্র অনুযায়ি সকল ইউপি চেয়ারম্যানগণকে পত্র প্রদান করা হয়েছে। দুই/একটি ইউনিয়ন ছাড়া অত্র কার্যালয়ে তালিকা পাওয়া যায়নি। এ বিষয়ে জরম্নরি ভিত্তিতে অত্র কার্যালয়ে তালিকা দাখিল করার জন্য গুরম্নত্ব আরোপ করেন।

বরাদ্দপত্র অনুযায়ী অতিদ্রম্নত তালিকা দাখিল করার জন্য  সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা/ইউপি চেয়ারম্যান (সকল)

ফুলপুর, ময়মনসিংহ

৩.৪

প্রাথমিক শিÿা : উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিÿকের সংখ্যাসহ তালিকা প্রদানের বিষয়ে গুরম্নত্ব আরোপ করেন। কোন শিÿা প্রতিষ্ঠানে ৪ জনের নিচে শিÿক থাকলে তার একটি তালিকা জমা দেওয়ার জন্য গুরম্নত্ব আরোপ করেন। চরনিয়ামত প্রাথমিক বিদ্যালয়ে শিÿক সংখ্যা কম থাকায় লেখা পড়ায় পিছিয়ে পরছে মর্মে খবর পাওয়া যায়। এ বিষয়ে সরেজমিনে তদমত্ম পূর্বক প্রয়োজনীয় সংখ্যক শিÿক দেয়ার জন্য গুরম্নত্ব আরোপ করেন।

০১। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিÿকের সংখ্যাসহ তালিকা প্রদানের সিদ্ধামত্ম গৃহীত হয়।

০২। চরনিয়ামত প্রাথমিক বিদ্যালয়ে শিÿক সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা প্রাথমিক শিÿা অফিসার, ফুলপুর, ময়মনসিংহ

 

৩.৫

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন বিভাগ: উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সভায় জানান যে, ১০ মার্চ, ২০১৮ দুর্যোগ প্রস্ত্ততি দিবস বিষয়ে সভায় অবহিত করেন। অত্র দপ্তরের টিআর/কাবিখাসহ অন্যান্য প্রকল্পের কার্যক্রম যথাযথ ভাবে চলছে। অত্র কার্যালয়ে অনেক ইউনিয়ন হতে এখনো জমা করা হয়নি।

টিআর/কাবিখাসহ অন্যান্য প্রকল্পের কার্যক্রম অতিদ্রম্নত সম্পন্ন করার জন্য  সর্বসম্মতিক্রমে সিদ্ধামত্ম গৃহীত হয়।

উপজেলা প্রকল্প বাসত্মায়ন কর্মকর্তা

ও ইউপি চেয়ারম্যান (সকল)  ফুলপুর, ময়মনসিংহ

৩.৬

(ক) উপজেলা পরিষদের কেজি স্কুলের সংলগ্ন মাঠে মাটি/বালু ভরাট-

     ২৪,০০০/-

(গ) উপজেলা পরিষদের অস্থায়ী কনফারেন্স রম্নমের সামনে মাটি/বালু

      ভরাট- ২৩,৭০০/- 

(ছ) উন্নয়ন মেলা ২০১৮ উপলÿÿ উপজেলা পরিষদ চত্বরে মোতায়নকৃত আনসার সদস্য উপজেলা পরিষদ চত্বরে আইন-শৃংখলা রÿায় রাত্রিকালীন পাহাড়ায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্মানী ভাতা প্রদান- (১১.০১.২০১৮ হইতে ১৩.০১.২০১৮ পর্যমত্ম ০৩(তিন) দিন ০৪ জন ৩০০/- করে) - ৩,৬০০/-

 

উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে বর্ণিত খরচাদি পরিশোধ করার সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

উপজেলা পরিষদ

ফুলপুর, ময়মনসিংহ

৩.৭। উপজেলা প্রকৌশলী, ফুলপুর, ময়মনসিংহ ২০১৭-১৮  অর্থ বছরের  রাজস্ব তহবিলের অর্থে উপজেলা পরিষদের গেরেজ নিমার্ণ  প্রকল্প কমিটি নিম্নরূপ ভাবে গঠন করে উপস্থাপন করেন যা সর্বসম্মত ভাবে গৃহীত হয়।  

 

 ক) উপজেলা পরিষদের গেরেজ নির্মান প্রকল্প । বরাদ্দ- ১,০০,০০০/-

ক্রনং

কমিটির সদস্যদের নাম

পদবী

০১

জনাব মো: আলা উদ্দিন আহমদ, চেয়ারম্যান, ৩নং ভাইটকান্দি ইউপি, ফুলপুর, ময়মনসিংহ

সভাপতি

০২

জনাব মোসত্মাফিজুর রহমান ভূঞা, উপজেলা মাধ্যমিক শিÿা অফিসার, ফুলপুর, ময়মনসিংহ

সম্পাদক

০৩

মোহাম্মদ কামরম্নজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ

সদস্য

০৪

জনাব মোঃ নজরম্নল ইসলাম, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, ফুলপুর, ময়মনসিংহ

সদস্য

০৫

জনাব হাফেজ মো: আতাউলস্নাহ, পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদ, ফুলপুর, ময়মনসিংহ

সদস্য

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

 

 

(আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ)

 

সভাপতি

 

উপজেলা পরিষদ মাসিক সভা

 

 

চেয়ারম্যান, উপজেলা পরিষদ

 

ফুলপুর, ময়মনসিংহ

 

স্মারক নং- ০৫.৩০.৬১৮১.০০০.০৬.০০১.১৪-       /১(৭০)                                          তারিখ: ৩১.০১.২০১৮ খ্রি.

      অনুলিপি: সদয় জ্ঞাতার্থে প্রেরণ করা হলো।

০১। মাননীয় জাতীয় সংসদ সদস্য-১৪৭, ময়মনসিংহ- ২

০২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

০৩। মহা-পরিচালক, মনিটরিং, ইন্সপেকশন ও ইভ্যানুয়েশন উইং, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,

       বাংলাদেশ সচিবালয়, ঢাকা

০৪। যুগ্ম সচিব (উপজেলা), স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,

       ঢাকা

০৫। পরিচালক, স্থানীয় সরকার, ঢাকা বিভাগ, ঢাকা

০৬। জেলা প্রশাসক, ময়মনসিংহ

০৭।  উপ-পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ

 

      অনুলিপি : জ্ঞাতার্থে/কার্যার্থে :

০৮। .......................................

 

 

 

 

(মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী)

 

উপজেলা নির্বাহী অফিসার

 

ফুলপুর, ময়মনসিংহ

 

ফোন: ০৯০৩৩-৫৬০০৫

 

unofulpur@mopa.gov.bd