কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮ এ ০৫:০৮ PM
কন্টেন্ট: পাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ফুলপুর, ময়মনসিংহ।
স্মারক নং- ০৫.৩০.৬১৮১.০০০.১০.০৬২.১৭ তারিখঃ ১৯/০২/২০১৮খ্রিঃ
‘‘মত বিনিময় সভার নোটিশ’’
ফুলপুর উপজেলায় নিত্য-প্রয়োজনীয় পন্যসামগ্রীর মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীগনের সমন্বয়ে জরুরি মত বিনিময় সভা আগামী ১৯/০২/২০১৮খ্রি. তারিখ রোজ- সোমবার, বিকাল- ৪.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
স্বাঃ/-
| প্রাপক, | (মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী) |
| ................................................................. | উপজেলা নির্বাহী অফিসার |
| ............................... ফুলপুর, ময়মনসিংহ। | ফুলপুর, ময়মনসিংহ। |
|
| ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫। |
স্মারক নং- ০৫.৩০.৬১৮১.০০০.১০.০৬২.১৭ তারিখঃ ১৯/০২/২০১৮খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্যঃ
১। জেলা প্রশাসক, ময়মনসিংহ।
২। অফিস কপি।
স্বাঃ/-
|
| (মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী) |
|
| উপজেলা নির্বাহী অফিসার |
|
| ফুলপুর, ময়মনসিংহ। |
|
| ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫। |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
ফুলপুর, ময়মনসিংহ।
স্মারক নং- ০৫.৩০.৬১৮১.০০০.১০.০৬২.১৭ তারিখঃ ১১/০২/২০১৮খ্রিঃ
‘‘সভার নোটিশ’’
ফুলপুর উপজেলাধীন আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণকে জানানো যাচ্ছে যে, আগামী ২২/০২/২০১৮খ্রিঃ তারিখ রোজ- রবিবার বেলা- ১১.০০ ঘটিকায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মানিত সদস্যগণকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।
সভার আলোচ্য সূচীঃ
১। গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা।
৩। বিবিধ।
স্বাঃ/-
|
| (মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী) |
|
| উপজেলা নির্বাহী অফিসার |
|
| ফুলপুর, ময়মনসিংহ। |
|
| ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫। |
স্মারক নং- ০৫.৩০.৬১৮১.০০০.১০.০৬২.১৭ তারিখঃ ১৯/০২/২০১৮খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্যঃ
১। জনাব শরীফ আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য-১৪৭, ময়মনসিংহ-২।
২। জেলা প্রশাসক, ময়মনসিংহ।
৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।
৪। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।
৫। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলপুর, ময়মনসিংহ।
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ
৬। সহকারী কমিশনার(ভূমি), ফুলপুর, ময়মনসিংহ।
৭। উপজেলা ..................................... অফিসার, ফুলপুর, ময়মনসিংহ।
৮। অফিসার-ইন-চার্জ, ফুলপুর থানা, ফুলপুর, ময়মনসিংহ।
০৯। চেয়ারম্যান, ........................................ ইউপি, ফুলপুর, ময়মনসিংহ।
১০। জনাব ..................... ........................ ফুলপুর, ময়মনসিংহ।
১১। অফিস কপি।
স্বাঃ/-
|
| (মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী) |
|
| উপজেলা নির্বাহী অফিসার |
|
| ফুলপুর, ময়মনসিংহ। |
|
| ফোনঃ ০৯০৩৩-৫৬০০৫। |